Wednesday, 15 Jan, 2025

National

Burnt Mostafiz dies in city

Senior Correspondent |
Update: 2013-11-04 15:55:11
Burnt Mostafiz dies in city

DHAKA: A critically burnt passenger of CNG-run auto-rickshaw, which was blazed by hartal supporters Sunday night, died in the Burn Unit of Dhaka Medical College Hospital (DMCH) Monday morning.

The deceased was identified as Mostafizur Rahman, 35, purchase officer of Biswas Synthetic Factory, a sister concern of Biswas Group.

Project Director of the Burn Unit of DMCH Samanta Lal Sen confirmed the matter to banglanews24.com.

On Sunday night, Mostafizur Rahman and his colleague Asad Ali, along with goods, were going to the factory of Biswas Synthetic group.

Meanwhile, the hartal supporters intercepted their CNG-run auto-rickshaw on Dhaka-Aricha highway near the Rouf gate of Savar Cantonment and torched the vehicle, leaving two passengers and the driver Hasu Mia (35) critically injured.

The burnt injured were rushed to Dhaka Medical College Hospital.

BDST: 1453 HRS, NOV 04, 2013
MR/SR/RoR/RIS




স্লাইড/ছবি: জাহিদ
অগ্নিদগ্ধ মুকুল বাঁচতে পারলেন না
 
সিনিয়র  করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সিএনজি চালিত অটোরিকশায় দুবৃর্ত্তদের দেওয়া আগুনে ঝলসে যাওয়া মোস্তাফিজুর রহমান মুকুল (৩৫) মারা গেছেন।

সোমবার সকালে সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক ড. সামন্ত লাল সেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এছাড়া অটোরিকশা চালক হাসু মিয়ার অবস্থাও গুরুতর। তাকে নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।  

নিহত মুকুল বিশ্বাস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বিশ্বাস সিনথেটিক কারখানায় পার্চেজ অফিসার হিসেবে কাজ করতেন।

রোববার রাতে ঢাকা থেকে মাল নিয়ে কারখানার উদ্দেশে যাওয়ার সময় ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ক্যান্টনমেন্টের রউফ গেটের সামনে মালবাহী সিএনজিচালিত অটোরিকশাটির (ঢাকা মেট্রো-থ-১৩-৫১৫১) গতিরোধ করে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থকরা।

এ ঘটনায় নিহত মুকুলসহ সিএনজি চালক হাসুমিয়া (৩৫) ও বিশ্বাস গ্রুপের অপর কর্মকর্তা আসাদ আলী (৩৬) তিনজন অগ্নিদগ্ধ হন।

আহতদের অবস্থা গুরুতর হওয়ায় ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

এবিষয়ে বিশ্বাস সিনথেটিক কারখানার অ্যাডমিন কর্মকর্তা রফিক বাংলানিউজকে জানান, ঢাকা থেকে মাল নিয়ে কারখানার উদ্দেশে যাওয়ার পথে হরতাল সমর্থকরা মালবাহী অটোরিকশাটির গতিরোধ করে আগুন ধরিয়ে দেয়।

এঘটনায় অটোরিকশায় থাকা সব মালামাল পুরে যায়। এছাড়া আমাদের অগ্নিদগ্ধ দুই কর্মকর্তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এব্যাপারে আশুলিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেফতারে রোববার রাত থেকেই বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।

বাংলাদেশ সময় ১২৪২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৩
জেএস/এএইচএস

All rights reserved. Sale, redistribution or reproduction of information/photos/illustrations/video/audio contents on this website in any form without prior permission from banglanews24.com are strictly prohibited and liable to legal action.