ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

২১ অঞ্চলে বজ্রঝড়ের সতর্কতা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৮, মে ১২, ২০২৫
২১ অঞ্চলে বজ্রঝড়ের সতর্কতা

ঢাকা: দেশের ২১টি অঞ্চলের ওপর দিয়ে বজ্রঝড় বয়ে যেতে পারে। তাই সেসব এলাকার নাগরিকদের জন্য সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (১২ মে) আবহাওয়াবিদ একেএম নাজমুল হক এক সতর্কবার্তায় জানিয়েছেন, রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নরসিংদী, রংপুর, গাইবান্ধা, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

এ সময়ে নিচের পদক্ষেপগুলো গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে:

• বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন।

•জানালা ও দরজা বন্ধ রাখুন।

•সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন।

•নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন।

•গাছের নিচে আশ্রয় নেবেন না।

•কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না।

• বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলো প্লাগ খুলে দিন।

•জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন।

•বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।

• শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।

ইইউডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।