ঢাকা: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২-এর উদ্বোধন করেছে দেশীয় ইলেকট্রনিক্স খাতের ব্র্যান্ড ওয়ালটন। ঈদের সিজনে যেকোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াসিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা নগদ টাকা পেতে পারেন ১০ লাখ টাকা।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বসুন্ধরা আবাসিক এলাকায় ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত ডিজিটাল ক্যাম্পেইন-২২-এর উদ্বোধন করেন ওয়ালটনের ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।
সিজন-২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান বলেন, বাংলাদেশ ইলেকট্রনিক পণ্য আমদানিকারক দেশ ছিল। এখন দেশে উৎপাদিত পণ্য অলিতে গলিতে বিক্রি হচ্ছে। দেশের টাকা বাইরে চলে যাওয়া দেখে আমাদের খুব খারাপ লাগতো। সেই ১৯৭৭ সালে ওয়ালটন যাত্রা শুরু করে। সেই জায়গা থেকে আমরা দেশের পণ্য দিয়ে দেশের চাহিদা মিটিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছি।
ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম বলেন, আগে জাহাজ ভর্তি করে বিদেশি পণ্য আসতো। এ জন্য দেশ থেকে বিপুল টাকা চলে যেত। এখন এসব পণ্য দেশেই উৎপাদন হচ্ছে। পাশাপাশি রপ্তানি হচ্ছে।
প্রতিষ্ঠানটির স্ট্র্যাটেজিক বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান আরিফুল আম্বিয়া বলেন, সিজন-২২ চলাকালীন সময়ে ক্রেতারা দেশের যে কোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কেনার পর সংশ্লিষ্ট পণ্যটির ডিজিটাল রেজিস্ট্রেশন করা হবে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড সিস্টেমে ওয়ালটনের কাছ থেকে ফিরতি এসএমএসের মাধ্যমে ক্রেতারা পেতে পারেন ১০ লাখ টাকা, বিভিন্ন অঙ্কের ক্যাশ ভাউচার অথবা নিশ্চিত উপহার। সংশ্লিষ্ট ওয়ালটন প্লাজা বা শোরুম কর্তৃপক্ষ ক্রেতাদের উপহার বুঝিয়ে দেবে।
অনুষ্ঠানে জানানো হয়, বিক্রয়োত্তর সেবা কার্যক্রমকে অটোমেশনের আওতায় আনতে ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ গড়ে তুলছে ওয়ালটন। সেজন্য দেশব্যাপী ওয়ালটন পণ্য কেনার পর ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল ফোন নম্বর এবং পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাচ্ছেন গ্রাহকরা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ওয়ালটন হাইটেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও টিফ ইনফরমেশন অফিসার মফিজুর রহমান, হেড অব সেলস ফিরোজ আলম, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রপরিচালক আমিন খান প্রমুখ উপস্থিত ছিলেন। আরেক চিত্রনায়ক ইরফান সাজ্জাদের সঞ্চালনায় অনুষ্ঠানে ছোট্ট পর্দার চার জন অভিনেত্রী ও মডেল উপস্থিত থেকে পারফর্ম করেন।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
এমজেএফ