ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

বাজারে হুয়াইহাই ইলেকট্রিক স্কুটার আনছে ন্যামস্ মোটরস্

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
বাজারে হুয়াইহাই ইলেকট্রিক স্কুটার আনছে ন্যামস্ মোটরস্

ঢাকা: বৈশ্বিকভাবে পরিবেশবান্ধব প্রযুক্তি ও ইলেকট্রিক যানবাহনের দিকে ঝুঁকছে বিশ্বের প্রায় সব দেশ।  

বাংলাদেশেও ক্রমবর্ধমান জ্বালানির সংকট ও ঊর্ধ্ব মূল্যের প্রেক্ষাপটে ইভি প্রযুক্তির গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে।

বাংলাদেশে বৈদ্যুতিক টু-হুইলার বাজারে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে ন্যামস্ মোটরস্ লিমিটেড।  

বিশ্বখ্যাত ইভি ব্র্যান্ড হুয়াইহাই ইলেকট্রিক স্কুটারের একমাত্র পরিবেশক হিসেবে আগামী ২৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বাজারে স্কুটারগুলো উন্মোচন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

এই উপলক্ষে রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরে হুয়াইহাইয়ের ফ্ল্যাগশিপ শোরুমে একটি লঞ্চিং অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।  

সেখানে বিভিন্ন মডেলের ইলেকট্রিক স্কুটার প্রদর্শন ও বিক্রির জন্য উন্মুক্ত থাকবে।

ন্যামস্ মোটরস্ লিমিটেডের হেড অব মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট মোকাম্মেল হোসেন ইভান বলেন, আমরা ইতোমধ্যে প্রথম ব্যাচের স্কুটার অ্যাসেম্বল ও টেস্টিং সম্পন্ন করেছি। ভোক্তাদের এমন একটি প্রোডাক্ট দিতে চাই যা হবে দীর্ঘস্থায়ী ও গুণগতমান সম্পন্ন।

তিনি বলেন, হুয়াইহাই স্কুটারগুলোতে ব্যবহৃত হচ্ছে গ্রাফিন ও লিথিয়াম ব্যাটারির প্রযুক্তি, যা পারফরম্যান্সে শক্তিশালী, দীর্ঘস্থায়ী লাইফ এবং বিদ্যুৎ-সাশ্রয়ী।

প্রতিষ্ঠানটি জানায়, জ্বালানি চালিত বাইকের বিকল্প হিসেবে এসব স্কুটার শহরাঞ্চলের পরিবেশবান্ধব ও কম খরচের যানবাহন হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

এছাড়াও, ভোক্তাদের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে ন্যামস্ মোটরস্ লিমিটেড সারা দেশে ডিলার ও সার্ভিস পয়েন্টের নেটওয়ার্ক গড়ে তোলার কাজ শুরু করেছে।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।