ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপে প্রতিটি দলই কঠিন, সহজ ম্যাচ নেই: তামিম

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
বিশ্বকাপে প্রতিটি দলই কঠিন, সহজ ম্যাচ নেই: তামিম

অক্টোবরে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। এই টুর্নামেন্ট ঘিরে বড় স্বপ্ন আছে বাংলাদেশেরও।

গত কয়েকবছর ধরে ওয়ানডে ফরম্যাটে ধারাবাহিক পারফর্ম করার কারণে সমর্থক, বোর্ড কর্তা, ক্রিকেটার সবার কাছেই ছড়িয়ে পড়েছে বিষয়টি।

আজ মঙ্গলবার বিশ্বকাপের সূচি ঘোষণা করে আইসিসি। ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ধর্মশালায় টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এরপর বাকি আট ম্যাচ হবে আরও পাঁচ ভেন্যুতে। সূচি ঘোষণার সঙ্গে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের প্রতিক্রিয়া নিয়েছে আইসিসি।

সেখানে তামিম বলেছেন, ‘এটা সবচেয়ে বড় টুর্নামেন্ট। ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে কোন কিছুর তুলনা চলে না। এটা সবচেয়ে চ্যালেঞ্জিং সাদা বলের সংস্করণ যা প্রতিনিয়ত আপনার ধৈর্য ও খেলার প্রতি সচেতনতার পরীক্ষা নেয়। টুর্নামেন্টের কাঠামো আপনাকে নির্ভার থাকতে দেবে না। প্রতিটি দলই কঠিন, কোন সহজ ম্যাচ নেই। ’

ভারতের বিশ্বকাপ নিয়ে রোমাঞ্চের কথা জানিয়ে তামিম বলেন, ‘ভারতে খেলা সব সময় উপভোগ্য। রোমাঞ্চকর আবহ, দারুণ স্টেডিয়াম, বিজ্ঞ ক্রিকেট ভক্ত অভিজ্ঞতাটা পরিপূর্ণ করে দেয়। আমরা সেখানে খেলতে গেলেই সমর্থন পাই। '

এবার বাংলাদেশ দলে রয়েছে বেশ বৈচিত্র্য। তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের চারটি করে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে। আছে নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়দের তারুণ্যও। এসব আশাবাদী করছে বাংলাদেশ অধিনায়ককে।

তিনি বলেন, ‘যে দল নিয়ে বিশ্বকাপে যাব তাতে আমি আত্মবিশ্বাসী। আমরা ওয়ানডেতে উঁচু মানের পারফর্ম করে আসছি। সুপার লিগেও উপরের দিকে ছিলাম। তরুণ ও অভিজ্ঞদের দারুণ মিশেল থাকবে দলে। কন্ডিশনও থাকবে চেনা। ’

বাংলাদেশ সময় : ১৬১৫ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।