ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

ক্রিকেট

ভারতের সামনে দেড়শ ছাড়ানো সংগ্রহ বাংলাদেশের 

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
ভারতের সামনে দেড়শ ছাড়ানো সংগ্রহ বাংলাদেশের 

উদ্বোধনী ব্যাটার শারমিন আক্তার সুপ্তা আউট হন ১৮ বলে শূন্য রান করে। এরপর ফারজানা হককে নিয়ে জুটি গড়ে পরিস্থিতি সাছমাল দেন নিগার সুলতানা জ্যোতি।

এ দুজন ফেরার পর শেষের ব্যাটারদের ছোট ছোট সংগ্রহে লড়াকু পুঁজি পেয়েছে বাংলাদেশ।

রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। বৃষ্টিতে ৪৪ ওভারে নেমে আসা ম্যাচে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ করেছে ১৫২ রান। ডিলএস মেথডে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১৫৪ রান।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে বেশ ধীরগতির শুরু করেন উদ্বোধনী ব্যাটার শারমিন আক্তার সুপ্তা। অন্যপ্রান্ত মুর্শিদা খাতুন রান করলেও কিছুতেই রানের খোঁজ পাচ্ছিলেন না সুপ্তা। ১৮ বল খেলে কোনো রান করার আগেই আউট হন তিনি। রান আউট হয়ে মুর্শিদা খাতুনের ওপর ক্ষোভ ঝাড়েন তিনি।

পরের ওভারেই সাজঘরে ফেরত যান মুর্শিদা। আমানজতের বলে হারমানপ্রিত কৌরের হাতে ক্যাচ দেন তিনি। এরপর বৃষ্টি নেমে আসে। ঝিরিঝিরি বৃষ্টিতে ১০৭ মিনিট খেলা বন্ধ থাকার পর ফের শুরু হয়। ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৪৪ ওভারে।

এর মধ্যে ফারজানা হকের সঙ্গে ভালো জুটি গড়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৫ চারে ৪৫ বলে ২৭ রান করে আউট হন ফারজানা। তিনি আমানজতের দ্বিতীয় শিকার হলে ভাঙে ৪৯ রানের জুটিটি।  

পরের লড়াইটা জ্যোতির। তিনিও অবশ্য খেলতে পারেননি বড় ইনিংস। ৩ চারে ৬৪ বলে ৩৯ রান করে জ্যোতি ফেরেন সাজঘরে। আমানজতের বলে এলবিডব্লিউ হন তিনি। শেষদিকে নেমে ২০ বল খেলে ১৬ রান করেন সুলতানা খাতুন। এছাড়া ২৯ বলে ১২ রান করে অপরাজিত থাকেন ফাহিমা খাতুন। অসুস্থ থাকায় ব্যাটিংয়ে নামেননি স্বর্ণা আক্তার।

বাংলাদেশ সময় : ১৪৪২ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।