ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএল খেলতে এসে বিয়ের খবর দিলেন মিলার

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
বিপিএল খেলতে এসে বিয়ের খবর দিলেন মিলার সংগৃহীত ছবি

ফোনটা হাতে নিয়ে ভিডিও করলেন ডেভিড মিলার। নিজের বিয়ের তারিখ জানিয়ে দিলেন হাততালি।

অথচ সকালেই কেপটাউন থেকে দোহা হয়ে এসেছেন ঢাকায়। এবারের বিপিএলে মাঠ মাতানোর প্রস্তুতিও শুরু করেছেন একাডেমি মাঠে।

অনেকদিন ধরেই আলাপ ছিল মিলারের বাংলাদেশে আসার। নানা গুঞ্জনের পর একটু আধটু সমালোচনাও সহ্য করতে হয়েছিল ফরচুন বরিশালের। তবে শেষ অবধি প্লে অফের আগে ফ্র্যাঞ্চাইজিটিতে যোগ দিয়েছেন মিলার। এসে তিনি জানালেন এতদিন ধরে নিজের ব্যস্ততা নিয়ে।

বিপিএল দেখেছেন কি না এমন প্রশ্নের উত্তরে মিলার বলেন, ‘সত্যি কথা বলতে আমি কোনো ম্যাচ দেখিনি। আমি বিরতিতে ছিলাম। দ্রুতই বিয়ে করতে চলেছি। অনেক কিছুর দেখভাল করতে হচ্ছে। কিন্তু আমি আমার ফোনে ক্রিকইনফোতে নজর রেখেছি। যাতে করে আমি পয়েন্ট টেবিলের ব্যাপারে ধারণা রাখতে পারি। আমি টিভিতে কোনো ম্যাচ দেখিনি। ’ 

এর আগে একবার বিপিএল খেলতে এসেছিলেন চট্টগ্রাম ভাইকিংসের হয়ে। ওই স্মৃতি মনে করতে পারেন মিলার নিজেও। আন্তর্জাতিক ক্রিকেটে এক যুগের বেশি সময় কাটিয়ে দিয়েছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও মিলার এখন চাহিদার শীর্ষে।  

৪৬৬ টি-টোয়েন্টির ক্যারিয়ারের ১০ হাজার ১৯ রান করেছেন মিলার। এখন বয়স প্রায় ৩৫ হয়ে গেছে। অভ্যস্তও হয়ে গেছেন সবকিছুর সঙ্গে। তবে নিজেকে ‘রেড ওয়াইনের’ মতো পুরোনো হওয়ার পর আরও পরিণত হয়েছেন বলেই দাবি করলেন মিলার।

তিনি বলেন, ‘আমি জানি না এখানে কেউ ড্রিংক করে কি না। কিন্তু তারা বলে রেড ওয়াইন বয়সের সঙ্গে সঙ্গে পরিপক্ক হয়। যখন আপনার বয়স বাড়বে আপনি আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি অতীত থেকে শিখতে পারবেন। আমার মনে হয় অনেক ক্রিকেটারের মতো আমরা খেলাটাকে সম্পূর্ণভাবে বুঝি না। তাই আপনাকে শেখার মধ্যে থাকতে হবে। আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে এবং যতটুকু সম্ভব শিখতে হবে। ’

‘আমার মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে আপনি শিখতে পারবেন, বুঝতে পারবেন খেলাটাকে আরও ভালোভাবে। টি-টোয়েন্টিতে সবকিছু অনেক দ্রুত হয়। এখানে ভিন্ন ভিন্ন পরিস্থিতির সামনে নিজেকে পাবেন। কিন্তু আমাকে এমন কিছু করতে হবে যা কাজে লাগবে আমার জন্য। খেলার শুরুতে আমি শুধু কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করি। কোন রান রেটে ব্যাট করতে হবে, আমাকে এটার সঙ্গে মানিয়ে নিতে হবে এটা করার আগেই। অনেক সময় আপনাকে ৩ ওভার আগে নামতে হবে। প্রতিটি পরিস্থিতি ভিন্ন। তাই চেষ্টা করতে হবে সেভাবেই খেলার। ’

বিপিএলের লিগ পর্বে ১২ ম্যাচে ৭টিতে জয় পেয়েছে ফরচুন বরিশাল। তারা শেষ করেছে তিন নম্বরে থেকে। সোমবার তারা প্রথম এলিমেনেটরে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। এ ম্যাচে ভালো কিছু করার আশাই দেখাচ্ছেন মিলার।

তিনি বলেন, ‘আগামীকালকে আমরা কোয়ার্টার ফাইনাল খেলতে চলেছি। এটা বড় ম্যাচ। ছেলেরা খুব ভালো খেলছে। আমি একটু দেরিতে এসেছি। আমি যতটুকু সম্ভব অবদান রাখতে চাই। যাতে করে তরুণ ছেলেরা আমার কাছ থেকে কিছু শিখতে পারে এবং আমিও তাদের কাছ থেকে শিখতে পারি। ’

‘ক্রিকেটে আপনি ভুল করবেন। অনেক কিছু হবে। আপনাকে নিশ্চিত করতে হবে যত দ্রুত সম্ভব ভুল থেকে শিক্ষা নিতে। আপনি সবসময় এখানে সফল হবে না কারণ খেলাটি খুবই কঠিন। তাই কঠোর অনুশীলন করতে হবে এবং খেলাটিকে উপভোগ করতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।