ঢাকা, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

ক্রিকেট

কানাডায় সপরিবারে চিড়িয়াখানা ঘুরলেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ২, ২০২৪
কানাডায় সপরিবারে চিড়িয়াখানা ঘুরলেন সাকিব

বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগ ক্রিকেটেও সাকিব ছিলেন নিষ্প্রভ। তবে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে কিছুটা ছন্দ খুঁজে পেয়েছেন তিনি।

বর্তমানে এই টুর্নামেন্ট খেলতে কানাডায় অবস্থান করছেন এই ক্রিকেটার। ক্রিকেটের ফাঁকে আজ ঘুরতে বেরোতে দেখা গেছে তাকে।  

নিজের ইনস্টাগ্রামে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির ঘুরে বেড়ানোর ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে সাকিব তার মেয়েকে কোলে নিয়ে গাড়িতে করে চিড়িয়াখানায় যাচ্ছেন। পাশাপাশি চিড়িয়াখানার ছবিও দিতে দেখা যায় শিশিরকে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ফ্যামিলি টাইম’।

উল্লেখ্য, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে টানা তৃতীয় জয়ের স্বাদ পেয়েছে সাকিবের দল বাংলা টাইগার্স মিসিসাগা। ৪ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে তারা।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ০২, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।