ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

দিনের শুরুতেই জাদেজাকে ফেরালেন তাসকিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৭, সেপ্টেম্বর ২০, ২০২৪
দিনের শুরুতেই জাদেজাকে ফেরালেন তাসকিন

আগের দিন রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে অসাধারণ এক জুটি গড়ে ভারতের ব্যাটিং ধস ঠেকিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। এই বাঁহাতি অলরাউন্ডার ছুটছিলেন সেঞ্চুরির দিকেও।

তবে দ্বিতীয় দিনের শুরুতেই তাকে বিদায় করলেন তাসকিন আহমেদ।

চেন্নাইয়ে আজ দিনের তৃতীয় ওভারেই তাসকিনের বলে উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দিয়েছেন জাদেজা। আগের দিনের ৮৬ রানেই ফিরলেন ভারতীয় বাঁহাতি অলরাউন্ডার। ইনিংসে এটি তাসকিনের প্রথম উইকেট।

তাসকিনের পরের ওভারে ফের উইকেট পেতে পারতো বাংলাদেশ।  আকাশ দীপ তুলে মারতে গিয়ে উঁচুতে তুলে ফেলেছিলেন বল, স্কয়ার লেগে থাকা সাকিব পেছনে গিয়ে জায়গামতো পৌছালেও তার হাত ফসকে বেরিয়ে যায়।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের রান ৭ উইকেটে ৩৫৯। অশ্বিন অপরাজিত ১০৮ রানে।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।