ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আম্পায়ার থাকছেন যারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, মার্চ ৭, ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আম্পায়ার থাকছেন যারা ছবি: সংগৃহীত

নানা সমালোচনা ছাপিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কোয়ালিফাই করেছে ভারত। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তাদের সঙ্গী হয়েছে নিউজিল্যান্ড।

আগামী রোববার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি। এর আগে ম্যাচ অফিসিয়ালসদের তালিকা প্রকাশ করে আইসিসি।

ফাইনালে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ এবং অস্ট্রেলিয়ার পল রাইফেল। ইলিংওয়ার্থে এ নিয়ে টানা তৃতীয় আইসিসি টুর্নামেন্টের ফাইনালে আম্পায়ারের দায়িত্বে থাকছেন। তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন ও শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। এছাড়া ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার রাঞ্জান মাদুগালে।

ইলিংওয়ার্থ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালেও ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মার্চ ৭, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।