ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান খেলে টাকার জন্য, ভারতের লক্ষ্য শিরোপা: হাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, মার্চ ৭, ২০২৫
পাকিস্তান খেলে টাকার জন্য, ভারতের লক্ষ্য শিরোপা: হাফিজ মোহাম্মদ হাফিজ/সংগৃহীত ছবি

নিজেরা আয়োজক হয়েও চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বও পেরোতে পারেনি পাকিস্তান দল। তিন ম্যাচ খেলে তাদের অর্জন কেবল ১ পয়েন্ট, সেটিও বৃষ্টির কল্যাণে।

স্বাভাবিকভাবেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দলটি। দেশটির সাবেক ক্রিকেটাররা রীতিমতো ধুয়ে দিচ্ছেন বাবর-রিজওয়ানদের।

এবার পাকিস্তান দল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তাদেরই সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। তার মতে, পাকিস্তান দল শুধু টাকার জন্যই খেলে। সাবেক এই তারকা অলরাউন্ডার একইসঙ্গে আইসিসির কাছ থেকে ভারতের বাড়তি সুবিধা পাওয়ার দাবিও উড়িয়ে দিয়েছেন। হাফিজ মনে করেন, ভারত এমন এক দল যারা আইসিসি টুর্নামেন্ট জেতাকে অগ্রাধিকার দেয় এবং সেই লক্ষ্য পূরণে ধারাবাহিকভাবে পারফর্ম করে।

এবারের চ্যাম্পিয়নস ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। যেখানে ভারত তাদের সবগুলো ম্যাচ খেলছে দুবাইয়ে। কারণ ভারতের সরকার কোহলি-রোহিতদের পাকিস্তান সফর করার অনুমতি দেয়নি। এ নিয়ে ভারত ও আয়জক পাকিস্তানের ক্রিকেট বোর্ড দ্বন্দ্বে জড়ালে আইসিসি হস্তক্ষেপ করে এবং দুবাইয়ে ভারতের সব ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয়। কিন্তু বাকি দলগুলোকে দুবাই এবং পাকিস্তান দুই জায়গাতেই খেলতে হয়েছে, এমনকি পাকিস্তানকেও। ফলে ভারতের বাড়তি সুবিধা পাওয়ার ব্যাপারটি আলোচনায় উঠে আসে।

হাফিজের মতে, পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতের এই 'আধিপত্য' মেনে নিয়েছে মূলত টাকার জন্য। 'গেম অন হ্যাঁয়' নামের এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেলে আয়োজন করতে রাজি হওয়ার পেছনে মূল কারণ বাড়তি টাকা আয়ের সুযোগ। তার মতে, কিছু টাকা আয় করা ছাড়া এই আসর থেকে পাকিস্তানের কোনো লাভ হয়নি। অন্যদিকে ভারতের ভূয়সী প্রশংসা করেছেন হাফিজ। তার মতে, ভারত আর্থিক লাভের চেয়ে টুর্নামেন্ট জেতাকেই প্রাধান্য দেয়।

হাফিজ বলেন, 'আপনি যদি আমাদের (পাকিস্তান) দিকে দেখেন, আমরা দুইবার হাইব্রিড মডেলে (এশিয়া কাপ, চ্যাম্পিয়নস ট্রফি) রাজি হয়েছি। এই মডেল থেকে টাকা ছাড়া আমাদের আর কোনো অর্জন নেই। তাই আমরা কিছু টাকা কামানোর জন্য এটা করেছি, আলাপ শেষ।  কিন্তু কোনো দল যদি জেতার জন্য খেলে, সেটি হচ্ছে ভারত। তারা আইসিসি ট্রফি জিততে চায়। আমরা প্রায়ই বলি তারা (ভারত) বাড়তি সুবিধা পায়। তারা আসলে কারো কাছ থেকেই বাড়তি সুবিধা পায় না। তারা যা কিছু অর্জন করে তা তাদের ক্রিকেট খেলার যে কোয়ালিটি সেটির জন্যই। '

এ নিয়ে টানা তিনটি আইসিসি আসরে ব্যর্থ হয়েছে পাকিস্তান। ব্যর্থতার জন্য নব্বইয়ের দশকের খেলোয়াড়দের কাঠগড়ায় তুলেছেন হাফিজ, ‘আমি ৯০-এর দশকে খেলা ক্রিকেটারদের বিশাল ভক্ত, কিন্তু উত্তরাধিকার প্রসঙ্গে বলতে গেলে, তারা পাকিস্তানের জন্য কিছুই রেখে যাননি। তারা কোনো আইসিসি ইভেন্ট জিততে পারেননি—১৯৯৬, ১৯৯৯ এবং ২০০৩ বিশ্বকাপে তারা হেরেছে। আমরা ১৯৯৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছিলাম, কিন্তু বাজেভাবে হেরেছিলাম। ’

‘তারকা হিসেবে, খেলোয়াড় হিসেবে তারা সত্যিই বড় মাপের সুপারস্টার ছিলেন। কিন্তু তারা কোনো আইসিসি ট্রফি জিতে আমাদের অনুপ্রাণিত করতে পারেননি। এরপর পাকিস্তান ক্রিকেট কঠিন সময় পার করেছে। ২০০৭ সালে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হারালাম, তবে ২০০৯ সালে ইউনিস খানের নেতৃত্বে জিতে নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা তৈরি হলো,' যোগ করেন হাফিজ।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।