ধর্মশালায় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের মধ্যে বৃহস্পতিবার (৮ মে) অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএল ২০২৫-এর ম্যাচটি আচমকা বন্ধ হয়ে যায় ভারতের মাটিতে পাকিস্তানের একাধিক হামলার ঘটনার পর।
১০.১ ওভারে পাঞ্জাব কিংসের স্কোর ছিল ১২২/১, তখনই একটি ফ্লাডলাইট টাওয়ার বন্ধ হয়ে যায়।
আইপিএলের পক্ষ থেকে এক্স-এ জানানো হয়, ম্যাচটি বাতিল করা হয়েছে।
বিশেষ ট্রেনে খেলোয়াড় ও স্টাফদের সরানো হয়
হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম থেকে খেলোয়াড়, অফিসিয়াল ও দর্শকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। বিসিসিআই-এর উদ্যোগে একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয় যেটি খেলোয়াড় ও স্টাফদের ধর্মশালা থেকে দিল্লিতে নিয়ে যাবে।
বিসিসিআই-এর প্রতিক্রিয়া: "পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে"
বিসিসিআই সচিব দেবজিত সইকিয়া জানান, “বর্তমানে পরিস্থিতি অনিশ্চিত। তাই শুধুমাত্র ধর্মশালাই নয়, গোটা দেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে ম্যাচটি বাতিল করা হয়েছে। খেলোয়াড়, দর্শক ও স্টাফদের নিরাপত্তাই আমাদের প্রধান অগ্রাধিকার। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ”
এমএইচএম