ঢাকা, শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানি হামলার জেরে আইপিএল ম্যাচ বাতিল, খেলোয়াড়দের সরিয়ে নেওয়া হলো বিশেষ ট্রেনে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৯, মে ৯, ২০২৫
পাকিস্তানি হামলার জেরে আইপিএল ম্যাচ বাতিল, খেলোয়াড়দের সরিয়ে নেওয়া হলো বিশেষ ট্রেনে

ধর্মশালায় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের মধ্যে বৃহস্পতিবার ( মে) অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএল ২০২৫-এর ম্যাচটি আচমকা বন্ধ হয়ে যায় ভারতের মাটিতে পাকিস্তানের একাধিক হামলার ঘটনার পর।

১০. ওভারে পাঞ্জাব কিংসের স্কোর ছিল ১২২/, তখনই একটি ফ্লাডলাইট টাওয়ার বন্ধ হয়ে যায়।

শুরুতে এটি কারিগরি ত্রুটি মনে হলেও পরপর আরও দুটি টাওয়ার বন্ধ হলে, দর্শকদের স্টেডিয়াম খালি করার নির্দেশ দেওয়া হয়।

আইপিএলের পক্ষ থেকে এক্স- জানানো হয়, ম্যাচটি বাতিল করা হয়েছে।

বিশেষ ট্রেনে খেলোয়াড় স্টাফদের সরানো হয়

হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম থেকে খেলোয়াড়, অফিসিয়াল দর্শকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। বিসিসিআই-এর উদ্যোগে একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয় যেটি খেলোয়াড় স্টাফদের ধর্মশালা থেকে দিল্লিতে নিয়ে যাবে।

বিসিসিআই-এর প্রতিক্রিয়া: "পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে"

বিসিসিআই সচিব দেবজিত সইকিয়া জানান, “বর্তমানে পরিস্থিতি অনিশ্চিত। তাই শুধুমাত্র ধর্মশালাই নয়, গোটা দেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে ম্যাচটি বাতিল করা হয়েছে। খেলোয়াড়, দর্শক স্টাফদের নিরাপত্তাই আমাদের প্রধান অগ্রাধিকার। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ