ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান থেকে আরব আমিরাতে সরিয়ে নেওয়া হলো পিএসএল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫১, মে ৯, ২০২৫
পাকিস্তান থেকে আরব আমিরাতে সরিয়ে নেওয়া হলো পিএসএল ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তানের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। গতকাল রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় ভারতের ড্রোন হামলার পর স্থগিত করে দেওয়া হয় ম্যাচ।

এছাড়া বিদেশি ক্রিকেটারদের দুবাইতে পাঠানোর ব্যবস্থা করা হয়। এবার স্থগিত করে দেওয়া হয়েছে পিএসএলের বাকি ম্যাচগুলোও। সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে।  

এক বিবৃতিতে গতকাল রাতে পিএসএল দুবাইতে সরিয়ে নেওয়ার বিষয়টি জানায় পিসিবি। তবে এখনও ঘোষণা করা হয়নি ম্যাচের দিনক্ষণ ও ভেন্যু। যা শিগগিরই জানিয়ে দেওয়া হবে।  

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত কর্তৃক পাকিস্তানে বেশ কয়েকটি হামলা চালায়। প্রতিউত্তরে পাকিস্তানও ভারতের হামলা চালায়। যে কারণে গতকাল পিসিবিতে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কার কথা বলা হয়। পরে সিদ্ধান্ত আসে তাদের সরিয়ে নেওয়া হবে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় জরুরি বৈঠকে পিএসএলের বাকি অংশও সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত আসে।  

পিসিবির বিবৃতিতে মহসিন নাকভি বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড সবসময়ই খেলাধুলা ও রাজনীতিকে আলাদা রাখার পক্ষে। তবে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম লক্ষ্য করে ভারতের চরম দায়িত্বহীন কর্মকাণ্ডের প্রেক্ষিতে, যা স্পষ্টই পিএসএলকে ব্যাহত করার উদ্দেশ্যেই করা হয়েছে, পিসিবি সিদ্ধান্ত নিয়েছে যে, বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হবে। ’

বাংলাদেশের নাহিদ রানা ও রিশাদ হোসেনসহ ছয় দলে প্রায় ৪০ জন বিদেশি ক্রিকেটার এবার পিএসএলে অংশ নিয়েছেন। তাদের নিরাপত্তাকে মাথায় রেখেই পিএসএল সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান পিসিবি সভাপতি, ‘টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার এই সিদ্ধান্ত আমাদের স্থানীয় এবং বিদেশি ক্রিকেটারদের, যারা আমাদের সম্মানিত অতিথিও, তাদের ওপর সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত হামলা থেকে সুরক্ষা দিতে নেওয়া হয়েছে। ’

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।