ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

দেশে ফিরে উপহাসের শিকার পাকিস্তান অধিনায়ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০০, জানুয়ারি ২৯, ২০১৭
দেশে ফিরে উপহাসের শিকার পাকিস্তান অধিনায়ক আজহার আলী/ছবি: সংগৃহীত

ভুলে থাকার মতো ব্যর্থ অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছে পাকিস্তান দল। ব্যাপক সমালোচনার মুখে ওয়ানডে অধিনায়কত্ব হারানোর শঙ্কায় আজহার আলী। লাহোর বিমাবন্দরে তাকে রীতিমতো ধুয়ে দিয়েছেন সমর্থকরা।

লাহোর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরোনোর সময় আজহারকে ধিক্কার জানিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করেন উপস্থিত সমর্থকরা। টেলিভিশন চ্যানেলগুলোর ভিডিও ফুটেজে দেখা যায়, তাকে একজন বলছেন, ‘আপনি অধিনায়কত্ব ছাড়ুন’।

পরে অপেক্ষমান গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন আজহার।

লাহোরে পৌঁছানোর পর সাংবাদিকদের এড়িয়ে যান পাকিস্তান খেলোয়াড়রা। বোর্ড (পিসিবি) থেকেই মিডিয়ার সঙ্গে কথা বলতে নিষেধ করা হয়েছে বলে জানান আজহার।

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় বাজে পারফরম্যান্সের জেরে দলে পরিবর্তন এবং নতুন অধিনায়ক করার কথা জোরোশোরেই বলা হচ্ছে। মাত্র একটি ওয়ানডে ম্যাচ জেতে পাকিস্তান। তাও আবার মোহাম্মদ হাফিজের নেতৃত্বে। অজিদের বিপক্ষে দ্বিতীয় ওডিআইতে আনফিট ছিলেন আজহার।

কিউইদের বিপক্ষে ২-০ তে টেস্ট সিরিজ হারের পর অজিদের মাটিতে টেস্ট (৩-০) ও ওয়ানডেতে (৪-১) ভারডুবি হয় পাকিস্তানের।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ২৯ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।