ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

খুলনার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে চিটাগং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
খুলনার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে চিটাগং ছবি: বাংলানিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম ম্যাচে মুখোমুখি হচ্ছে চিটাগং ভাইকিংস ও খুলনা টাইটান্স। ইতোমধ্যে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম।

শনিবার (১২ জানুয়ারি) মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হয়।

চিটাগং ভাইকিংস ষষ্ঠ আসরে এর আগে ৩টি ম্যাচ খেলেছে।

যেখানে ২টি জয়ের বিপরীতে হেরেছে একটিতে। তবে অপরদিকে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে খুলনা ৩ ম্যাচ খেলে এখন পর্যন্ত কোনোটিতেই জয় পায়নি।

খুলনা টাইটান্স একাদশ: পল স্টারলিং, জুনায়েদ সিদ্দিকী, মাহমুদউল্লাহ (অধিনায়ক), ডেভিড মালান, নাজমুল হোসেন শান্ত, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), আরিফুল হক, কার্লোস ব্র্যাথওয়েট, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, জুনায়েদ খান।

চিটাগং ভাইকিংস একাদশ: মোহাম্মদ শাহাজাদ (উইকেটরক্ষক), ক্যামেরন ডেলপোর্ট, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম (অধিনায়ক), ইয়াসির আলী, সিকান্দার রাজা, রবি ফ্রালিনক, খালেদ আহমেদ, নাঈম হাসান, সানজামুল ইসলাম, আবু জয়েদ।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ১২ জানুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।