ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিপিএলের প্রথম দুই ম্যাচে খেলবেন না মাহমুদউল্লাহ 

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
বিপিএলের প্রথম দুই ম্যাচে খেলবেন না মাহমুদউল্লাহ  মাহমুদউল্লাহ রিয়াদ: ফাইল ফটো

চোটের কারণে আসন্ন বঙ্গবন্ধু বিপিএলের প্রথম দুই ম্যাচে খেলবেন না মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ জাতীয় দলের এই অভিজ্ঞ ব্যাটিং অলরাউন্ডারের পরিবর্তে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন ইমরুল কায়েস। 

সোমবার (০৯ ডিসেম্বর)  চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সি উন্মোচন অনুষ্ঠানে মাহমুদউল্লাহর প্রথম দুই ম্যাচে খেলতে না পারার বিষয়টি জানায় ক্লাবটির কর্মকর্তারা।  

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সি উন্মোচন অনুষ্ঠানে ক্লাবটির কর্মকর্তাদের সঙ্গে মাহমুদউল্লাহ: ছবি-শোয়েব মিথুনমাহমুদউল্লাহ এবার চুক্তিবদ্ধ হয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে।

বিপিএলের গত আসরে খুলনা টাইটান্সের হয়ে খেলেছেন তিনি।  

গত নভেম্বর কলকাতায় ভারতের বিপক্ষে ঐতিহাসিক দিবারাত্রির টেস্টে চোট পান মাহমুদউল্লাহ। সেই চোট থেকে এখনো সেরে না ওঠায় তাকে ছাড়াই প্রথম দুই ম্যাচ মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।  

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।