ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘একটি বিজয় যা খুলে দিয়েছিল শত বিজয়ের দ্বার’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
‘একটি বিজয় যা খুলে দিয়েছিল শত বিজয়ের দ্বার’ ছবি: সাকিবের ফেসবুক থেকে নেওয়া

সবাইকে বিজয়ের দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা স্মরণ করছেন ১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধাদের। দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

এ সময় তিনি জানিয়েছেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা। জানিয়েছেন বিজয়ের চেতনায় নিজেদের উজ্জ্বীবিত হওয়ার প্রেরণার কথা।

সাকিব নিজের ফেসবুকে লিখেছেন, ‘মহান মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছিলাম ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের বিজয়। সেই দিনের অর্জিত সেই বিজয়ই আমাদের জন্য তৈরি করে দিয়েছে আরও অনেক বিজয়ের সম্ভাবনা। বিজয়ের ৪৯তম বছরে নতুন করে উজ্জ্বীবিত হই সেই প্রথম বিজয়ের চেতনায়। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। ’

মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘অনেক সাহসী বীরের আত্মত্যাগের দিন আজ। তাদের অবদানের কথা কখনও ভুলতে পারি না আমরা। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। ’

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।