ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

লিটন দাসের হাফ সেঞ্চুরি, ভালো অবস্থানে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৮, অক্টোবর ১৩, ২০২২
লিটন দাসের হাফ সেঞ্চুরি, ভালো অবস্থানে বাংলাদেশ

ওপেনিং জুটির ব্যর্থতার পর দলের হাল ধরেছেন সাকিব আল হাসান এবং লিট দাস জুটি। তাদের ব্যাটে ভর করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

ইতোমধ্যেই হাফ সেঞ্চুরি পূরণ করেছেন লিটন দাস।

সাকিব আল হাসানের সঙ্গে জুটি বেধে দলকে এগিয়ে নিচ্ছেন লিটন। ১২তম ওভারে শাদাবের দ্বিতীয় বল গালিতে ঠেলে এক রান নিয়ে ফিফটি তুলে নিলেন লিটন। ৩১ বলে ৫ চার ও ১ ছক্কায় ১৬১.৩ স্ট্রাইক রেটে ইনিংসটি সাজিয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি সপ্তম ফিফটি লিটনের। নিজের জন্মদিন উপযাপনে এর চাইতে ভালো আর কি হতে পারে। দারুণ ইনিংসটিকে লিটন এখন কতদূর যেতে পারেন সেটাই দেখার বিষয়।  

লিটন-সাকিব জুটিরও ফিফটি হলো এর মধ্য দিয়ে। ভালো ব্যাট করছেন দুজন। বাংলাদেশ ১৩ ওভার শেষে ২ উইকেটে  ১০৪ রান।

বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।