ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সরকারি ওষুধ চুরি: চমেক হাসপাতালের ওয়ার্ডবয় গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৫, এপ্রিল ৯, ২০২৩
সরকারি ওষুধ চুরি: চমেক হাসপাতালের ওয়ার্ডবয় গ্রেফতার

চট্টগ্রাম: সরকারি ওষুধ চুরির অপরাধে মো. সাদ্দাম হোসেন (৩৩) নামে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের এক ওয়ার্ডবয়কে গ্রেফতার করেছে পুলিশ।  
রোববার (৯ এপ্রিল) সকালে হাসপাতালের পূর্ব গেইটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

সে হাসপাতালের ১৩ নম্বর মেডিসিন ওয়ার্ডে বিশেষ অনুমতির ভিত্তিতে কাজ করতো।  

গ্রেফতার সাদ্দাম হোসেন রাউজানের মোগারদিঘী এলাকার মুজিবুল হকের ছেলে।

 

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বাংলানিউজকে বলেন, সরকারি ওষুধ বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল সে। আমরা খবর পাওয়ার তাকে ধরে তল্লাশী চালিয়ে ওষুধগুলো উদ্ধার করি। সরকারি ওষুধ চুরির অপরাধে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজি করে আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৩
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।