ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৬, মে ১৫, ২০২৫
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের  ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডের কলাবাড়িয়া এলাকায় মহাসড়ক পার হতে গিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আরও দুই পথচারীর গুরুতর আহত হন।

 

বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন (৭৫) উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পূর্ব লালানগর গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, সকালে আবুল হোসেনসহ তিন পথচারী হেঁটে ছোট দারোগারহাট বাজারের দিকে যাচ্ছিলেন। তারা রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. জাহাঙ্গীর আলম বলেন, পিকআপ ভ্যানটি জব্দ করে ফাঁড়িতে এনে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত বৃদ্ধের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মে ১৫, ২০২৫ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।