ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রাইম মুভার শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৪, মে ১৫, ২০২৫
প্রাইম মুভার শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার ফাইল ছবি

চট্টগ্রাম: দাবি মেনে নেওয়ায় প্রাইম মুভার ট্রেইলার শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। এর ফলে বিকেল ৫টা থেকে ক্রমে চট্টগ্রাম বন্দর ও বেসরকারি কনটেইনার ডিপোগুলোর কনটেইনার পরিবহন স্বাভাবিক হচ্ছে।

 

বৃহস্পতিবার (১৫ মে) ভোর ছয়টা থেকে কর্মবিরতি শুরু করেছিলেন শ্রমিকরা। বিকেল পাঁচটায় কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।

 

চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের জানিয়েছেন, সংগঠনের সভাপতি এবং দুই চালককে মারধরের বিচারের দাবিতে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল।

প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের অভিযোগ ছিল, গত মঙ্গলবার রাতে প্রাইম মুভারে মরদেহ বহন করতে রাজি না হওয়ার ঘটনায় পাহাড়তলী থানার ওসির নেতৃত্বে পুলিশ সদস্যরা তাদের সংগঠনের সভাপতি সেলিম খান এবং দুই চালক দেলোয়ার হোসেন ও মোহাম্মদ ফয়সালকে মারধর করে। এ ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় প্রতিবাদ সমাবেশ থেকে কর্মবিরতির ডাক দেয় সংগঠনটি।

সেলিম খান বাংলানিউজকে বলেন, আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাসে বিকেল পাঁচটা থেকে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।  

বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বিকডার সচিব রুহুল আমিন সিকদার বাংলানিউজকে জানান, প্রাইম মুভার শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার হয়েছে বিকেল পাঁচটার দিকে। খবরটি আসার পর ধীরে ধীরে কনটেইনার পরিবহনে কর্মচাঞ্চল্য ফিরে আসে ডিপোগুলোতে।  

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।