ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মে দিবসে সিইউজের বর্ণাঢ্য আয়োজন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৮, এপ্রিল ৩০, ২০২৩
মে দিবসে সিইউজের বর্ণাঢ্য আয়োজন

চট্টগ্রাম: মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করেছে।

সোমবার (১ মে) সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বর থেকে শুরু হবে মে দিবসের র‌্যালি।

এরপর বেলা ১১টায় প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হবে মে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী।
 

র‌্যালি ও আলোচনা সভায় অংশ নিতে সিইউজের সদস্যদের আহ্বান জানিয়েছেন সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম।   

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।