ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাস-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল পথচারীর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
বাস-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল পথচারীর ...

চট্টগ্রাম: বাঁশখালীতে বাস ও অটোরিকশার সংঘর্ষে অবিনাশ ধর (৭৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। তিনি কালীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নাথ পাড়ার বিপিন চন্দ্র ধরের ছেলে।

সোমবার (১৮ নভেম্বর) দুপুর ১১টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাস নিয়ে চালক পালিয়ে গেলেও পুলিশ অটোরিকশাটি জব্দ করেছে।

 

রামদাস মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. শরিফ বাংলানিউজকে বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে জানতে পারি বাস-অটোরিকশার সংঘর্ষে এক পথচারী নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।