চট্টগ্রাম: বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান বলেছেন, বৃহত্তর বাকলিয়ায় এক সময় কোনো কলেজ ছিল না। ১৯৯১ সালে জাতীয় সংসদ নিবার্চানে বাকলিয়াবাসীকে প্রতিশ্রতি দিয়েছিলাম নির্বাচিত হলে বাকলিয়ায় একটি কলেজ প্রতিষ্ঠা করব।
সোমবার (২ ডিসেম্বর) শহীদ এনএমএমজে কলেজে পরিচালনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
শহীদ এনএমএমজে কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি আবদুল্লাহ আল নোমান বলেন, শহীদ এনএমএমজে কলেজকে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। এই লক্ষ্য অর্জনে তিনি কলেজ এর শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় কলেজের গভর্নিং বডির সদস্য ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেছেন, শহীদ এনএমএমজে কলেজে বিশ্বমানের পাঠদান কার্যক্রম শুরু করতে হবে এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য অবকাঠামোগত যেসব প্রস্তুতি গ্রহণ করতে হবে তার একটি পরিকল্পনা তৈরি করার জন্য তিনি কলেজ কতৃর্পক্ষের কাছে অনুরোধ করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আবদুল মালেক, উপাধ্যক্ষ নুরুল আলম রাজু, অধ্যাপক রবিউল হাসান চৌধুরী, অধ্যাপক আবদুল্লাহ ইবনে মাসুদ, অধ্যাপক খাদিজা বেগম, অধ্যাপক নাসরিন আকতার, অধ্যাপক খোন্দকার ছাদেক মাহমুদ, অধ্যাপক সৈয়দ শাহাদাত হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
পিডি/টিসি