ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডের সাবেক উপজেলা চেয়ারম্যান নগরে গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
সীতাকুণ্ডের সাবেক উপজেলা চেয়ারম্যান নগরে গ্রেপ্তার ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডের সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাত একটার দিকে নগরের মনছুরাবাদ এলাকায় আত্মীয়ের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডবলমুরিং থানা পুলিশ।

 

আরিফুল ইসলাম চৌধুরী ডবলমুরিং থানার একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি। এ ছাড়া তিনি সীতাকুণ্ড থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি।

ডবলমুরিং থানার ওসি কাজী রফিক আহমেদ জানান, রাতে আরিফুল নগরের মনছুরাবাদে এক আত্মীয়ের বাসায় অবস্থান করার খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪ 
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ