ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আইনজীবী হত্যার প্রতিবাদে চবিতে মানববন্ধন, গায়েবানা জানাজা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
আইনজীবী হত্যার প্রতিবাদে চবিতে মানববন্ধন, গায়েবানা জানাজা ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম কোর্টের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নিপীড়ন বিরোধী শিক্ষক ঐক্য। এছাড়া বাদ যোহর গায়েবানা জানাজার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন ও জিরো পয়েন্ট মসজিদে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ফুয়াদ হাসানের সঞ্চালনায় মানবন্ধনে চবির রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী বলেন, দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে একটি মহল ও বিদেশি চক্র বারবার চেষ্টা করছে।

এদেশের মানুষ আপনাদের নিরাপত্তা দিচ্ছেন, মন্দির পাহারা দিচ্ছেন এটাকে আপনারা দূর্বলতা ভাববেন না। একজন রাষ্ট্রপক্ষের আইনজীবীকে কুপিয়ে হত্যা করা মানেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ গড়তে চাইলে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তাদের বিরুদ্ধে আইনগতভাবে যেটি দরকার সেটিই করুন।

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহিদুল হক বলেন, দেশ ও জাতি একটি ক্রান্তিকাল পার করছে। শুধু সাইফুল ইসলাম নয় আমরা দেখেছি তারা সংখ্যালঘু বলে বলে কিছুদিন আগে সেনাবাহিনীর ওপরও হামলা চালিয়েছে। গতকাল মসজিদে আক্রমণ করেছে। এর মাধ্যমে আপনারা এটাই বুঝালেন যে আপনারা সংখ্যালঘু না বরং ক্ষমতার ব্যবহার করছেন। আপনারা বহিঃশক্তির প্রভাব খাটিয়ে যা করেছেন তা আর চলবে না। ইসকন এত টাকা কোথায় পেল তা আমাদের ক্ষতিয়ে দেখতে হবে। কয়েকটি কার্যক্রমের মাধ্যমে তারা রাষ্ট্রদ্রোহীতার পরিচয় দিয়েছে।  

এ দেশের সার্বভৌমত্বের ক্ষতি করতে চাইলে আমরা মেনে নিব না। রিপাবলিক বাংলা আমার দেশকে নিয়ে এরকম সংবাদ প্রকাশের সাহস কোথায় পেল। এ পায়তারা নস্যাৎ করতে হবে সবাই সম্মিলিতভাবে।

জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকরাও একই ধরনের কাজ করছেন। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। সরকারের নমনীয়তা আজকের এ পর্যায়ে নিয়ে এসেছে। আমরা চাই আজকেই তাদের মাথা অবনত করার ব্যবস্থা করা হোক। ইসকনকে নিষিদ্ধ করা হোক। সাইফুল ইসলামকে যেভাবে হত্যা করা হয়েছে তা কোনোভাবেই মেনে নেয়ার মতো নয়। আমরা এর দ্রুত বিচার চাই।

দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, আপনারা বারবার সাম্প্রদায়িক উসকানি দিচ্ছেন, আমরা আপনাদের পাতানো ফাঁদে পা দিবো না। তবে ইসকন যে স্পর্ধা দেখিয়েছে আমরা চাই এর বিচার ও শাস্তি হোক। দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হোক।

এদিকে দুপুর দুইটায় চবির জিরো পয়েন্টে সাইফুল ইসলাম আলিফের গায়েবানা জানাজার আয়োজন করেন শিক্ষার্থীরা। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চবির সমন্বয়ক আব্দুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের চবি শাখার সভাপতি সাকিব মাহমুদ রুমি, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক বক্তব্য রাখেন। জানাজায় ইমামতি করেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহিদুল হক।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ