ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বহদ্দারহাটে ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২০, জানুয়ারি ২৬, ২০২৫
বহদ্দারহাটে ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে বহদ্দারহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন, মো. হাছান (২৫), মো. শোয়াইব প্রকাস সৌরভ (১৬), মেহেদী হাসান শুভ প্রকাশ বাবু (১৯), মোহাম্মদ জনি (৩৫), হানিফুর রহমান ইরফান (১৯) এবং ইফতেখার আলী ওয়াবিদ (২১)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বাংলানিউজকে বলেন, সকালে অভিযান পরিচালনা করে ছিনতাই চক্রের সঙ্গে জড়িত ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মামলা দায়ের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।