ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

১৮ কোটি টাকার জাল-মাছসহ ১২ নৌকা আটক

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৫, মে ১৩, ২০২৫
১৮ কোটি টাকার জাল-মাছসহ ১২ নৌকা আটক

চট্টগ্রাম: বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘শহীদ ফরিদ’ কক্সবাজারের ডাউন এবং তৎসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১২টি মাছ ধরার নৌকা আটক করেছে। আটক নৌকাগুলো থেকে সাড়ে চার লাখ মিটার কারেন্ট জাল, ৫২০টি বেহুন্দি জাল, ১৬ হাজার মিটার অন্যান্য জালসহ ২২০ কেজি মাছ জব্দ করা হয়।

জব্দ করা পণ্যের আনুমানিক বাজার মূল্য ১৮ কোটি টাকা। এ সময় মাছ ধরার নৌকায় থাকা ৬১ জেলেকেও আটক করা হয়েছে।

সোমবার (১২ মে) দেশের মৎস্য সম্পদের সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনী বঙ্গোপসাগরে সব ধরনের মৎস্য আহরণ ৫৮ দিন বন্ধ রাখতে এবং জাটকা নিধন প্রতিরোধে এ অভিযান চালায়।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফিশারি ডিপার্টমেন্টের প্রতিনিধির উপস্থিতিতে আলী আকবর ডেলঘাট সংলগ্ন এলাকায় জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দ করা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। পরবর্তীতে আটক জেলেদের স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।  

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।