ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 

চট্টগ্রাম: বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা খেলার মাঠে শুরু হয়েছে।  

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয় খেলার মাঠে এ প্রতিযোগীতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব।

বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ইনচার্জ ড. এস.এম শোয়েভের সভাপতিত্ত্বে সপ্তাহব্যাপি ক্রীড়া প্রতিযোগীতায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ইনচার্জ ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. হযরত আলী মিয়া।  

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সৌমেন চক্রবর্তী।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সরোয়ার উদ্দিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. সালাহউদ্দিন চৌধুরী, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান জাহেদ বিন রহিম, ইংরেজী বিভাগের চেয়ারম্যান মো. আজিম উদ্দিন, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসির সিলমী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ সিরাজ মিয়া ও বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল স্পোর্টস ক্লাবের উপদেষ্টাগন উপস্থিত ছিলেন।

ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. এ.এফ.এম আওরঙ্গজেব বলেন,  বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রমের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মনোবিকাশে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সেই লক্ষ্যে সবসময় সচেষ্ট রয়েছে। যেখানে মাঠের অভাবে আজকে অনেক জায়গায় খেলাধুলা অনেকটা ঝিমিয়ে পড়েছে সেখানে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে ছাত্র-ছাত্রীদের জন্য তিনটি খেলার মাঠ রয়েছে, যা একটি বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার উন্নয়নে অনন্য উদাহরণ। সম্প্রতিক সময়ে জেলা ও জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভাল ফলাফল অর্জনের মাধ্যমে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির খেলোয়াড়রা এই বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে তার জন্য আমি সকল খেলোয়াড়দের অভিনন্দন জানাই। নতুন নতুন খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের অন্তঃবিভাগ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমি আশা করছি ২০২৫ সালে এই ক্রীড়া প্রতিযোগিতা থেকে আমরা অনেক চৌকশ ক্রীড়াবিদ সৃষ্টি করতে পারবো।  

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।