চট্টগ্রাম: সিএমপি কমিশনার হাসিব আজিজ পবিত্র রমজান সামনে রেখে চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কুইক/ ইমারজেন্সি সাপোর্টের জন্য স্পেশাল কন্ট্রোল রুম চালুর ঘোষণা দিয়েছেন। প্রথম রোজা থেকে এ কার্যক্রম শুরু হবে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে দামপাড়া পুলিশ লাইনের মাল্টিপারপাস শেডে রমজান শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন ব্যবসায় সংগঠন ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সমন্বয় সভায় তিনি এ ঘোষণা দেন।
সভায় কমিশনার বিভিন্ন ব্যবসায় সংগঠন ও আর্থিক প্রতিষ্ঠানকে সব ধরনের পুলিশি সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
তিনি হোন্ডা মোবাইল পার্টিকে আরও বেশি অ্যাকটিভসহ অপরাধপ্রবণ এলাকা এবং সুপারমার্কেট বা শপিংমলের সামনে যৌথবাহিনীর টহল জোরদার করার কথা বলেন। ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা নেওয়ার সময় যদি কেউ থ্রেট ফিল করে তাহলে সেক্ষেত্রে মানি স্কট দেওয়া হবে বলে জানান। এ ছাড়াও তিনি বেপজা, গার্মেন্টস ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে যথাসময়ে তাদের কর্মচারীদের বেতন ও ভাতা পরিশোধের অনুরোধ করেন।
সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. আসফিকুজ্জামান আকতার; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
এআর/টিসি