চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেন করার দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে স্মারকলিপি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টার।
সোমবার (৭ এপ্রিল) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস শুধু চট্টগ্রাম নয় সারা দেশের গর্ব। চট্টগ্রামের সন্তান হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় চট্টগ্রামবাসী গর্বিত।
স্মারকলিপিতে অবিলম্বে মহাসড়ক ছয় লেন করে সাধারণ মানুষের কষ্ট লাঘব করার আহ্বান জানানো হয় ।
এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু, নির্বাহী পরিচালক সাইফুদ্দিন সালাম মিঠু, মুক্তিযোদ্ধা গবেষণা ট্রাস্টের চেয়ারম্যান মাহফুজুর রহমান, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের পরিচালক বিপ্লব পার্থ, সুজন দাশ প্রমুখ।
দ্রুত বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন চট্টগ্রামের জেলা প্রশাসক।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৫
পিডি/টিসি