ঢাকা, মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৮ এপ্রিল ২০২৫, ০৯ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৫
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি  ...

চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেন করার দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে স্মারকলিপি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টার।  

সোমবার (৭ এপ্রিল) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস শুধু চট্টগ্রাম নয় সারা দেশের গর্ব। চট্টগ্রামের সন্তান হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় চট্টগ্রামবাসী গর্বিত।

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক খুবই গুরুত্বপূর্ণ মহাসড়ক। এই মহাসড়ক দিয়ে দেশ বিদেশের পর্যটকরা কক্সবাজার যায়। এছাড়া কক্সবাজারে পৃথিবীর সর্ববৃহৎ রিফিউজি ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্প হওয়ায় দেশি ও বিদেশি শতাধিক এনজিও কাজ করছে। তারাও এই মহাসড়ক ব্যবহার করে। কিন্তু দুঃখের বিষয়, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত সড়কটি সরু হওয়ায় এবং নিয়মিত লবন পরিবহনের গাড়ি চলাচল করায় সড়কটি মরনফাঁদে পরিণত হয়েছে। নিয়মিত সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে।  অনেকে অঙ্গপ্রত্যঙ্গ হারিয়ে অনেকে পঙ্গুত্ববরণ করছে। এই অবস্থায় সড়কটি ছয় লেন করে সময়ের দাবি হয়ে উঠেছে।  প্রধান উপদেষ্টা চট্টগ্রামের এবং সড়ক পরিবহন উপদেষ্টাও চট্টগ্রামের। তাই এই মহাসড়ক ছয় লেন করতে সরকার আন্তরিক হবে বলে আমরা মনেকরি।  

স্মারকলিপিতে অবিলম্বে মহাসড়ক ছয় লেন করে সাধারণ মানুষের কষ্ট লাঘব করার আহ্বান জানানো হয় ।  

এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু, নির্বাহী পরিচালক সাইফুদ্দিন সালাম মিঠু, মুক্তিযোদ্ধা গবেষণা ট্রাস্টের চেয়ারম্যান মাহফুজুর রহমান, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের পরিচালক বিপ্লব পার্থ, সুজন দাশ প্রমুখ।

দ্রুত বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন চট্টগ্রামের জেলা প্রশাসক।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।