চট্টগ্রাম: জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, শহীদি রক্তের বদৌলতে ফিলিস্তিন মুক্ত হয়ে আকসা মুসলমানদেরই থাকবে। বিশ্ব নেতৃবৃন্দকে ইসরাইলের বিরুদ্ধে ও মানবতার পক্ষে সোচ্চার ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।
সোমবার (৭ মার্চ) বিকেল ৫টায় চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে নগর জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা করেন। মিছিলটি সমাবেশ শেষে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।
মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস নির্মূলের নামে গাজায় আগ্রাসন চালায় দখলদার ইসরাইলি বাহিনী। এরপর থেকে এ ভূখণ্ডে চলছে হত্যাযজ্ঞ। নির্মম গণহত্যা চালানো হয় গাজার প্রতিটি অংশে। এতে প্রাণ হারায় ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি, যার মধ্যে নারী ও শিশুর সংখ্যা সবচেয়ে বেশি। হত্যাকাণ্ডের তালিকায় রয়েছে গণমাধ্যম, ত্রাণ ও স্বাস্থ্যকর্মী। ইসরাইলি বোমায় নিহতের লাশ আকাশে উঠে জমিনে পড়তে দেখা যায়। রোববার রাতভর ইসরাইলি হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৪৬ জন। এর মধ্যে জাহা শহরে বাবা ও মেয়েসহ প্রাণ হারিয়েছে ২১ জন। এছাড়া দক্ষিণাঞ্চলের একটি আশ্রয় শিবিরে হামলায় মারা গেছে কমপক্ষে ছয়জন।
তিনি বলেন, গাজায় ইহুদিদের গণহত্যা পৃথিবীর ইতিহাসে জঘণ্য ও নিকৃষ্টতম যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ। এই অপরাধে অবৈধ ইসরাইলের পৃথিবীর মানচিত্রে অস্তিত্বের কোনো নৈতিক অধিকার নাই।
তিনি আরো বলেন, আগে ইসরায়েল ফিলিস্তিনে হামলা করলে মধ্যপ্রাচ্য থেকে প্রতিবাদ হতো, এখন হয় না। এর কারণ, মধ্যপ্রাচ্যও এখন পুঁজিবাদের অংশ হয়ে গেছে। কাজেই আমাদের এ লড়াই পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদী ব্যবস্থার বিরুদ্ধে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগর আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় মিছিলে পরবর্তী বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর নায়েবে আমির ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস ও মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান প্রমুখ।
সভাপতির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ না হলে ফিলিস্তিন মুক্ত করা সম্ভব নয়। মুসলমানদের মধ্যে ঐক্য সৃষ্টি না হওয়ার পেছনে কারণ হলো, দেশগুলোতে ইসলামপন্থি সরকার না থাকা। যদি দেশগুলোতে ইসলামপন্থি সরকার থাকত, তাহলে মুসলমানরা একতাবদ্ধ হওয়ার সুযোগ লাভ করতো।
এ সময় আরও উপস্থিত ছিলেন নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, আবু বকর সিদ্দিক, মাওলানা মমতাজুর রহমান, আমির হোছাইন, হামেদ হাসান ইলাহী, চট্টগ্রাম-৮ সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাসের প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৫
বিই/পিডি/টিসি