ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নগরে ফিনলে পাম স্প্রিং সেলস ফেস্টিভ্যাল 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩০, এপ্রিল ২৮, ২০২৫
নগরে ফিনলে পাম স্প্রিং সেলস ফেস্টিভ্যাল  ...

চট্টগ্রাম: চারপাশে সবুজের চাদর বিছানো। তারই মাঝখানে আকাশরেখায় মাথা তুলে দাঁড়িয়েছে ‘ফিনলে পাম স্প্রিং’।

প্রকৃতির কোলে ৩১ কাঠা জমির ওপর ১৫ তলার এই বহুতলের একটি ফ্ল্যাট হতে পারে আপনারও।  

স্বপ্নের সেই ঠিকানায় পা রাখার সুযোগ করে দিতে নগরে উৎসবের আয়োজন করেছে স্থাপত্যশিল্পে বহু বছরের আস্থার ঠিকানা-ফিনলে প্রোপার্টিজ লিমিটেড।

সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে শুরু হয়েছে ‘ফিনলে পাম স্প্রিং সেলস ফেস্টিভ্যাল-২০২৫’ নামের এই মেলা। ৪ মে পর্যন্ত এনায়েতবাজার সড়কে অবস্থিত ফিনলে প্রপার্টিজের করপোরেট অফিস-এবিসি টাওয়ারে চলবে এই উৎসব। ছুটির দিনসহ প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই মেলা খোলা থাকছে দর্শনার্থীদের জন্য।  

মেলা উপলক্ষে বিশেষ অফার দিচ্ছে ফিনলে। মেলাতে ফ্ল্যাট বুকিং যারা দেবেন তাদের জন্য আধুনিক সেমি-ফার্নিশড রেডি অ্যাপার্টমেন্ট করে দেবে ফিনলে।

চট্টগ্রাম শহরের বাসিন্দাদের একটা হেলদি লিভিং দেওয়াই এই প্রজেক্টের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন ফিনলে প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুফাখখারুল ইসলাম খসরু।  

তিনি বলেন, আমরা সাউন্ডলেস এরিয়াতে এই প্রজেক্ট গড়ে তুলেছি। আর শুরু থেকেই আমাদের পরিকল্পনা ছিল এমন একটা প্রজেক্ট করবো, যেটি নির্দিষ্ট কোনো শ্রেণির জন্য হবে না। এখানে যে কেউ ফ্ল্যাট নিতে পারবেন। যার আর্থিক কিছুটা সামর্থ্য আছে, অথবা হোম লোনের মাধ্যমে নিতে চান, যিনি মোটামুটি আয় করেন; তিনি চাইলেই এখানে ফ্ল্যাট নিতে পারবেন। ’

যারা স্বপ্ন দেখেন একটি নিজের মতো সাজানো ঠিকানার, তাদের জন্য ফিনলে পাম স্প্রিং হতে পারে সেরা সুযোগ। নিজের চোখে দেখে স্বপ্নের ঠিকানা খুঁজে নেওয়ার আহ্বান জানান প্রতিষ্ঠানটির সিনিয়র জিএম, হেড অব সেলস অ্যান্ড কাস্টমার ম্যানেজমেন্ট মোহাম্মদ আবদুল্লাহ নাসের।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।