ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আগ্রাবাদে পাঁচটার আগে হকার বসতে পারবে না: মেয়র শাহাদাত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫২, এপ্রিল ২৮, ২০২৫
আগ্রাবাদে পাঁচটার আগে হকার বসতে পারবে না: মেয়র শাহাদাত ...

চট্টগ্রাম: নগরের যানজট কমানো ও পথচারীদের নির্বিঘ্নে চলাচলের স্বার্থে হকারদের শৃঙ্খলায় আসতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।  

সোমবার (২৮ এপ্রিল) টাইগারপাসের চসিক কার্যালয়ে হকার নেতাদের সঙ্গে মতবিনিময়কালে মেয়র এ কথা জানান।

 

তিনি বলেন, আগ্রাবাদ আন্তর্জাতিক বাণিজ্যিক এলাকা। এখানে পাঁচটার আগে হকাররা বসতে পারবেন না।

রাস্তায় যত্রতত্র চৌকি বসানো যাবে না। নিউমার্কেট এলাকায় বিকেল তিনটার পর হকার বসবেন। নগরে যত্রতত্র হকাররা বসতে পারবেন না। আমি যেভাবে নিয়ম করে দিয়েছি সেভাবে ব্যবসা করেন। হকারদের ব্যবসা করার স্থান নির্ধারণের জন্য আমি জায়গা খুঁজছি। আমরা প্রয়োজনে হকারদের তালিকা করব। ফ্লাইওভারের নিচে পে-মার্কেট মডেলে হকারদের ব্যবসা করার জন্য বিবেচনা করা হচ্ছে।  

সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক এএম নাজিম উদ্দিন,  কাজী নুরুল্লা বাহার, শ ম জামাল উদ্দিন, তাহের আহমদ, মো. আনোয়ার, মো. দুলাল, মো. বাতেন, মো জসিম প্রমুখ।  

সভায় চট্টগ্রাম সম্মিলিত হকার্স ফেডারেশনের পক্ষে পাঁচটি দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে-

জাতীয় শ্রমনীতির আলোকে সিটি করপোরেশন কর্তৃক হকার্স পুনর্বাসন নীতিমালা প্রণয়নের মাধ্যমে হকারদের পুনর্বাসন করা। পুনর্বাসন না হওয়া পর্যন্ত হকার অধ্যুষিত এলাকায় ফুটপাতের একপাশে শৃঙ্খলার সঙ্গে ব্যবসা করার সুযোগ দেওয়া।  

সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তাদের মাধ্যমে নগরে কর্মরত হকার শ্রমিকদের তালিকা প্রণয়ন করে ই-ট্রেড লাইসেন্স ও যৌক্তিকভাবে ফি নির্ধারণ করা।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তর নিবন্ধিত ট্রেড ইউনিয়ন সংগঠনগুলোর প্রতিনিধি সিটি করপোরেশন কর্মকর্তার দ্বারা হকার সদস্যদের তালিকা প্রণয়ন।

চট্টগ্রাম সিটি করপোরেশন/ শ্রম অধিদপ্তর/ হকার সংগঠন জাতীয় শ্রমিক সংগঠনের সমন্বয়ে যৌথ কমিটি গঠন করা।

সন্ত্রাস-চাঁদাবাজ-ছিনতাই প্রতিরোধসহ নগরের আইনশৃঙ্খলা উন্নয়নে করপোরেশনের উদ্যোগে শ্রমিক-হকার নেতৃবৃন্দের সমন্বয়ে কমিটি গঠন করা।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৫ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।