ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দল, শ্রমিক ও দেশকে একসূত্রে গেঁথে এগিয়ে যাব: সাঈদ আল নোমান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩১, এপ্রিল ৩০, ২০২৫
দল, শ্রমিক ও দেশকে একসূত্রে গেঁথে এগিয়ে যাব: সাঈদ আল নোমান ...

চট্টগ্রাম: তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে তাঁর নেতৃত্বকে আগামী দিনে আরও দৃঢ় ও শক্তিশালী করার প্রচেষ্টায় আমরা দল, শ্রমিক ও দেশকে একসূত্রে গেঁথে এগিয়ে যাব এবং প্রতিটি পদক্ষেপে ন্যায়, সমতা ও উন্নতির আলোকবর্তিকা জ্বালিয়ে রাখব।

বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে সাঈদ আল নোমান এসব কথা বলেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকাল ৩টায় নয়াপল্টনের ভাষানী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, সাবেক মন্ত্রী ও জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে সভাপতির শূন্য পদে শিক্ষাবিদ ও সমাজসেবক সাঈদ আল নোমানকে সভাপতির দায়িত্ব গ্রহণে উপস্থিত সকলে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানালে তিনি তা গ্রহণে সম্মতি প্রকাশ করায় সর্বসম্মতিক্রমে সাঈদ আল নোমানকে পাট শ্রমিক দলের সভাপতি নির্বাচিত করা হয়।

 

সভায় প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা, বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী ট্যানারি শ্রমিক দলের সাধারণ সম্পাদক আওরঙ্গজেব চৌধুরী সাজু, সহ-সভাপতি ফারাজি মতিয়ার রহমান, শ. ম. জামাল উদ্দিন, আবুল কালাম জিয়া, যুগ্ম সম্পাদক এস এম জাকির হোসেনসহ কেন্দ্রীয় নেতারা।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।