ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কারাগারে নেওয়ার সময় পালানো আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৮, এপ্রিল ৩০, ২০২৫
কারাগারে নেওয়ার সময় পালানো আসামি গ্রেপ্তার ...

চট্টগ্রাম: হাজতখানা থেকে বের করে প্রিজন ভ্যানে তোলার সময় পালিয়ে যাওয়া ২ আসামির মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম ইকবাল হোসেন ইমন।

সে লোহাগাড়ার উত্তর কলাউজান এলাকার মো. ইউনুসের ছেলে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে নগরের খুলশী ৮ নম্বর ওয়ার্ড তুলাতলী রেললাইনের কলোনিতে ফিরোজা বেগমের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে মঙ্গলবার বিকেল তিনটার দিকে প্রিজন ভ্যানে তোলার সময় সে পালিয়ে যায়।

চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো.সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি ইকবাল হোসেন প্রকাশ ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার হাজতখানা থেকে বের করে প্রিজন ভ্যানে তোলার সময় পালিয়ে যাওয়ার ১০ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।