চট্টগ্রাম: মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলীতে র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকালে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় ব্যানার-ফেস্টুনসহ নানা উপকরণ নিয়ে র্যালিতে অংশ নেন শতাধিক শ্রমজীবী মানুষ।
কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা জামায়াতের আমির মনির আবছার চৌধুরী।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন চরপাথরঘাটা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মুহাম্মদ সেলিম খান, ইউনিয়ন জামায়াত সভাপতি মোহাম্মদ মুছা মেম্বার, কর্ণফুলী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল মনছুর এবং দুরন্ত দুর্বার সংগঠনের সভাপতি রমজান আলী রুমু।
বক্তারা বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হলে রাষ্ট্রকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। শুধু শ্রম-বৈষম্য নয়, শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও বৈষম্য রয়ে গেছে, যা দূর করতে হবে।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মে ১, ২০২৫
পিডি/টিসি