ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৯, মে ১, ২০২৫
‘শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে’ ...

চট্টগ্রাম: মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলীতে র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকালে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় ব্যানার-ফেস্টুনসহ নানা উপকরণ নিয়ে র‌্যালিতে অংশ নেন শতাধিক শ্রমজীবী মানুষ।

শ্রমিকদের অধিকার আদায়ের দাবিতে তারা বিভিন্ন স্লোগান দেন এবং একসঙ্গে শৃঙ্খলিতভাবে র‌্যালি প্রদর্শন করেন।

কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা জামায়াতের আমির মনির আবছার চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. গিয়াস উদ্দিন ফয়সাল ফারুকী। সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মনির আহমেদ বাহাদুর (কন্ট্রাক্টর)। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবদুল গফুর।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন চরপাথরঘাটা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মুহাম্মদ সেলিম খান, ইউনিয়ন জামায়াত সভাপতি মোহাম্মদ মুছা মেম্বার, কর্ণফুলী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল মনছুর এবং দুরন্ত দুর্বার সংগঠনের সভাপতি রমজান আলী রুমু।

বক্তারা বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হলে রাষ্ট্রকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। শুধু শ্রম-বৈষম্য নয়, শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও বৈষম্য রয়ে গেছে, যা দূর করতে হবে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মে ১, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।