ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিজিএমইএ সভাপতির সঙ্গে ডেনিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৩, অক্টোবর ২২, ২০১৫
বিজিএমইএ সভাপতির সঙ্গে ডেনিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর  নব-নির্বাচিত সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত হান ফুজল এসকায়ার।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।



সাক্ষাতকালে উভয়ের মধ্যে পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি, উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ, জ্বালানি সাশ্রয়, নিরাপদ কর্ম পরিবেশ বজায় রাখা বিষয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত বিজিএমইএ সভাপতিকে জানান,  শিগগির ডেনিশ ফ্যাশন অ্যনান্ড টেক্সটাইল ও আলবর্গ বিশ্ববিদ্যালয় থেকে দু‘টি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে।
একই সঙ্গে বাংলাদেশের তৈরি পোশাক খাতে বিভিন্ন সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।

এ সময় বিজিএমইএ-এর সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির, সহ-সভাপতি মাহমুদ হাসান খান (বাবু), ঢাকাস্থ ডেনমার্ক দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মি. জ্যাকব হাউগার্ড, কমার্শিয়াল কাউন্সিলর মি. জেন্স রাইজ রাসমুসেন, কাউন্সিলর সরেন রবেনহ্যাগেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।