ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আবারো বিআইসিএম’র নির্বাহী প্রেসিডেন্ট হলেন হান্নান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৩, অক্টোবর ২৯, ২০১৫
আবারো বিআইসিএম’র নির্বাহী প্রেসিডেন্ট হলেন হান্নান

ঢাকা: বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট পদে দ্বিতীয় মেয়াদে যোগদান করেছেন মোহাম্মাদ আব্দুল হান্নান জোয়ারদার।
 
বুধবার (২৮ অক্টোবর) তিনি আবারো এ পদে যোগদান করেন বলে এক সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়।


 
আগামী ৩ বছর আব্দুল হান্নান জোয়ারদার বিআইসিএম’র নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
 
এর আগে তিনি বিআইসিএমে ৫ বছর নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
 
এতে বলা হয়,  মোহাম্মাদ আব্দুল হান্নান জোয়ারদার ১৯৯৮ সালের ১৫ জুলাই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নির্বাহী পরিচালক পদে যোগদান করেন।
 
এরপর ২০১০ সালের মার্চ পর্যন্ত বিএসইসির বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউট (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
 
বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, আক্টোবর ২৯, ২০১৫
এএসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।