ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নাটোর চিনিকলের আখ মাড়াই উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৩, নভেম্বর ৬, ২০১৫
নাটোর চিনিকলের আখ মাড়াই উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

নাটোর: নাটোর চিনিকলের ২০১৫-১৬ অর্থবছরের নতুন মৌসুমের আখ মাড়াই কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
 
শুক্রবার (০৬ নভেম্বর) দুপুরে চিনিকলের ডোঙায় আখ ফেলে মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশারফ হোসেন ভূঁইয়া।



উদ্বোধনকালে তিনি বলেন, চিনির বিশ্ব বাজার মন্দা চলছে। কিন্তু সরকারের কিছু নীতি পরিবর্তন করে চিনির ওপর কর ধরলে সরকার রাজস্ব পেতো।

এ সময় চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক মশিউর রহমান, জেলা পরিষদের প্রশাসক সাজেদুর রহমান, মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুর রফিক ও অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন, স্থানীয় আইনজীবী (পিপি) সিরাজুল ইসলামসহ স্থনীয় আখচাষিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চলতি মৌসুমে নাটোর চিনিকলে এক লাখ ৭০ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে ১৩ হাজার ১৭৫ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।