ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রূপালী ব্যাংকের রাজশাহী সেনানিবাসে অনলাইন কার্যক্রম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৪, ডিসেম্বর ৬, ২০১৫
রূপালী ব্যাংকের রাজশাহী সেনানিবাসে অনলাইন কার্যক্রম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রূপালী ব্যাংক লিমিটেড রাজশাহী সেনানিবাস শাখায় অনলাইন কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (০৬ ডিসেম্বর) সকাল ১০টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সিবিএস (অন-লাইন) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর।



রূপালী ব্যাংক রাজশাহী সেনানিবাস শাখা ব্যবস্থাপক মমতাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী মহাব্যবস্থাপক নিজাম উদ্দিন, শহীদ এএইচএম কামারুজ্জামান ও গ্রামীণ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক নিপুন কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রূপালী ব্যাংকের গ্রাহকদের আরও উন্নত সেবা দেওয়ার লক্ষ্যেই অনলাইন কার্যক্রম চালু করা হলো। এখন থেকে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকেই রূপালী ব্যাংকের গ্রাহকরা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এসএস/এসএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।