ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শাবিপ্রবি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৬, ডিসেম্বর ১২, ২০১৫
ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শাবিপ্রবি

সিলেট (শাবিপ্রবি): ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং প্রতিযোগিতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল সাস্ট টুইংকেলস চ্যাম্পিয়ন হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) সকালে ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিজয়ী দলের কোচ শাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে জানান।

প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয় চুয়েট স্পার্কলস ও দ্বিতীয় রানারআপ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিম ওয়ান। স্কুল-কলেজ ও বিশ^বিদ্যালয় পর্যায়ে সারাদেশ থেকে ৬৪টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়।

তিন দলই ছয়টি সমস্যার মধ্যে চারটি করে সমাধান করে। তবে সময়ের দিক থেকে এগিয়ে থাকায় শাবিপ্রবির দলকে বিজয়ী ঘোষণা করা হয়।

কম্পিউটার শিক্ষার প্রতি সবার সচেতনতা বাড়াতে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এ প্রতিযোগিতার আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
ওএইচ/এএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।