ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিলেটে করমেলায় দু’দিনে আদায় ৬ কোটি ১৩ লাখ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫৩, নভেম্বর ১৫, ২০১৮
সিলেটে করমেলায় দু’দিনে আদায় ৬ কোটি ১৩ লাখ  সেবা নিচ্ছেন এক করদাতা। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে আয়করমেলা থেকে দু’দিনে ৬ কোটি ১৩ লাখ ৪ হাজার ৭৩৮ টাকা কর আদায় করা হয়েছে। 

বুধবার (১৪ নভেম্বর) দ্বিতীয় দিনে এসেছে ৩ কোটি ৭৭ লাখ ২৮ হাজার ৯৮৮ টাকা। বাকি কর এসেছে মঙ্গলবার (১৩ নভেম্বর)।

বুধবার মেলায় সেবা গ্রহণ করেছেন ১ হাজার ৮৩০ জন। নতুন ইটিআইএন নিয়েছেন ৮৩ জন। এদিন মেলায় মোট ৯৯৬ জন করদাতা রিটার্ন দাখিল করেছেন।  

সংশ্লিষ্টরা জানান, এবারের আয়কর মেলাতে বিভিন্ন বুথ থেকে ই-টিআইএন রেজিস্ট্রেশন, রি-রেজিস্ট্রেশন, রিটার্ন গ্রহণ, অনলাইনে রিটার্ন দাখিলের জন্য আইডি ও পাসওয়ার্ড দেওয়াসহ কর সংক্রান্ত প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শ দেওয়া হচ্ছে।  

এবার মেলা থেকে ৪৫ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে। গত বছর আদায় ছিল ৪১ কোটি টাকা ও  দাখিল করা রিটার্নের সংখ্যা ছিল  ৮ হাজার ৫৯৯। এবার এই লক্ষ্যমাত্রা পূরণে আশাবাদী কর কর্মকর্তারা।

২০১৮-১৯ অর্থ বছরে  ৮৫২ দশমিক ৯৮ কোটি লক্ষ্যমাত্রা আদায়ের লক্ষ্য নিয়ে অর্থ বছর শুরু করে সিলেট কর অঞ্চল। অর্থ বছরে সিলেটে ১৮ হাজার নতুন ইটিআইএনধারী করার লক্ষ্য সিলেট কর অঞ্চলের।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
এনইউ/এপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।