ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইআরএফের নতুন নেতৃত্বে কৌশিক-রহিম-মাহফুজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২০, জানুয়ারি ২২, ২০১৯
আইআরএফের নতুন নেতৃত্বে কৌশিক-রহিম-মাহফুজ রেজাউল হক কৌশিক, রহিম শেখ ও মাহফুজুল ইসলাম

ঢাকা: বিমা খাতের সাংবাদিকদের সংগঠন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ) আগামী দুই বছরের জন্য (২০১৯-২০) পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে।

কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার রেজাউল হক কৌশিক, সাধারণ সম্পাদক দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার রহিম শেখ এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সিনিয়র করেসপন্ডেন্ট মাহফুজুল ইসলাম।

সোমবার (২১ জানুয়ারি) বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সংগঠনের সদস্যদের সর্বসম্মতিতে এ কমিটি গঠন করা হয়।

কমিটির সহ-সভাপতি গোলাম মওলা (বাংলা ট্রিবিউন), যুগ্ম-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন (দৈনিক আলোকিত বাংলাদেশ), অর্থ-সম্পাদক আলমগীর হোসেন (যমুনা টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মরিয়ম সেজুতি (ভোরের কাগজ), দফতর সম্পাদক গিয়াস উদ্দিন (সানবিডি২৪ডটকম) নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন- গোলাম সামদানি (সারাবাংলাডটনেট), গাযী আনোয়ারুল হক (নিউ নেশন), জসিম উদ্দিন হারুন (ফিন্যানন্সিয়াল এক্সপ্রেস), মোরশেদুল ইসলাম (এটিএনবাংলা), মানিক মুনতাসির (বাংলাদেশ প্রতিদিন), অনুপ সর্বাজ্ঞ (বণিকবার্তা) ও রোকন উদ্দিন মাহমুদ (সংবাদ)।

অনুষ্ঠিত সভায় সংগঠনের বিদায়ী সভাপতি গোলাম সামদানির সভাপতিত্বে সঞ্চলনা করেন গাযী আনোয়ারুল হক। এছাড়া সংগঠনের সিনিয়র সদস্য যুগান্তরের সিনিয়র রিপোর্টার মনির হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
এমএফআই/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।