ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

শিক্ষা

পিএসসির সংস্কার দাবিতে শাহবাগ অবরোধ, আধঘণ্টা পর প্রত্যাহার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৫ পিএম, এপ্রিল ২৬, ২০২৫
পিএসসির সংস্কার দাবিতে শাহবাগ অবরোধ, আধঘণ্টা পর প্রত্যাহার

ঢাকা: পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছিলেন চাকরিপ্রার্থীরা। তবে আধঘণ্টা পর সেটি তুলে নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ফিরে যান।

শনিবার (২৬ এপ্রিল) রাত ৮টার দিকে চাকরিপ্রার্থীরা শাহবাগ মোড়ে অবরোধ শুরু করেন। পরে একে অপরের হাত ধরে  তৈরি করেন তারা।

এর আগে, গত বৃহস্পতিবার সকালে পিএসসি সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তিন শিক্ষার্থী অনশন শুরু করেন।

গতকাল শুক্রবার আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি। সংগঠনটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজু ভাস্কর্যে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
এফএইচ/এমজে

বাংলাদেশ সময়: ১০:২৫ পিএম, এপ্রিল ২৬, ২০২৫
Md. Jubair
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।