বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) উপাচার্য (ভিসি) আবুল কাসেম মিয়া পদত্যাগ করেছেন। একইসঙ্গে পদত্যাগ করেছেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ আরও ১২ জন শিক্ষক।
শনিবার (২৬ এপ্রিল) রাতে পদত্যাগের আবেদন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান বরাবর চিঠি দেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে চিঠিটি প্রকাশ করা হয়েছে।
উপাচার্য ছাড়াও দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন -বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং ইমেরিটাস অধ্যাপক এম রিজওয়ান খান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক নুরুল হুদা, অর্থনীতি বিভাগের প্রধান মো. ওমর ফারুক, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক হাসান সারওয়ার, আইরিকের পরিচালক অধ্যাপক খন্দকার আবদুল্লাহ আল মামুন, ইইই বিভাগের প্রধান মো. কে. মাশুকুর রহমান, ফার্মেসি বিভাগের প্রধান তাহমিনা ফয়েজ, সিডিআইপির পরিচালক সুমন আহমেদ, ডেটা সায়েন্স প্রোগ্রামের পরিচালক জান্নাতুন নূর, বিজিই প্রোগ্রামের পরিচালক রফিকুল ইসলাম ও আইএনএসের পরিচালক অধ্যাপক আবু সাকলায়েন।
এই শিক্ষকরা উপাচার্য বরাবর পদত্যাগের আবেদন করেন। এই আবেদনের কপিও বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপাচার্যসহ শিক্ষকরা এ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। আন্দোলনের সূত্রপাত ঘটে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের এক শিক্ষার্থীর ঘটনাকে কেন্দ্র করে। ওই শিক্ষার্থীর বাবা মৃত্যুবরণ করায় তিনি নির্ধারিত সময়ের মধ্যে মিডটার্ম পরীক্ষা দিতে পারেননি। শিক্ষার্থী তার বাবার মৃত্যু সনদ জমা দিলেও পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের জন্য তাকে অতিরিক্ত ফি পরিশোধের নির্দেশ দেওয়া হয়। এই ঘটনায় শনিবার বিশ্ববিদ্যালয় খোলার পরপরই শিক্ষার্থীরা ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ শুরু করেন।
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫
এসএএইচ
Sayed Al Hasan Shimul