ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঢাকা-৯ আসনে জাসদ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
ঢাকা-৯ আসনে জাসদ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

ঢাকা: মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন ঢাকা-৯ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রার্থী নীলাঞ্জনা রিফাত (সুরভি)।

রোববার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তিনি।

মনোনয়ন প্রত্যাহার শেষে তিনি বলেন, দলীয় সিদ্ধান্তে আমি আমার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছি। আমরা ১৪ দলীয় জোটে রয়েছি। আমার এলাকায় আওয়ামী লীগের প্রার্থী আছেন সাবের হোসেন চৌধুরী। তাকে সমর্থন জানিয়ে দলীয় সিদ্ধান্তে আমি আমার মনোনয়ন প্রত্যাহার করলাম।

এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া রোববার বিকেলে জানান, তার দল জাতীয় পার্টি ও ১৪ দলের প্রার্থীদের ৩২টি আসন ছেড়ে দিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
এসসি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।