ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিরাজগঞ্জের ৬ আসনেই নৌকার জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
সিরাজগঞ্জের ৬ আসনেই নৌকার জয়

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনের সবকটিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। একটি আসনে স্বতন্ত্র প্রার্থী তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারলেও বাকিগুলোতে বিপুল ভোটে নৌকার বিজয় নিশ্চিত হয়েছে।

 

রোববার (৭ জানুয়ারি) রাত ৯টার দিকে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কার্যালয় থেকে এ তথ্য জানা যায়।

ফলাফলে দেখা যায় যায়, সিরাজগঞ্জ-১ আসনে ১৭৩ ভোটকেন্দ্রের মধ্যে সবকটিতে আওয়ামী লীগ প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয় (নৌকা) দুই লাখ ৭৮ হাজার ৯৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির জহুরুল ইসলাম (লাঙ্গল) পেয়েছেন দুই হাজার ১৩৯ ভোট।  

সিরাজগঞ্জ-২ আসনে ১৪৫টি কেন্দ্রের সবকটির ফলাফলে আওয়ামী লীগের জান্নাত আরা হেনরী (নৌকা) এক লাখ ৮৪ হাজার ৮৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আমিনুল ইসলাম ঝন্টু (লাঙ্গল) চার হাজার ৫৮০ ভোট পেয়েছেন।

সিরাজগঞ্জ-৩ আসনে ১৫৩ কেন্দ্রের সবকটির ফলাফলে আওয়ামী লীগের ডা. আব্দুল আজিজ (নৌকা) এক লাখ ১৭ হাজার ৬৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন সুইট (ঈগল) পেয়েছেন ৪৪ হাজার ৭০৮ ভোট।  

সিরাজগঞ্জ-৪ আসনে ১৩৭ কেন্দ্রের সবকটির ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী শফিকুল ইসলাম শফি নৌকা প্রতীকে দুই লাখ ২০ হাজার ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির হিল্টন প্রামানিক (লাঙ্গল) পেয়েছেন সাত হাজার ৮৮ ভোট।  

সিরাজগঞ্জ-৫ আসনে ১২৪টি ভোটকেন্দ্রের সবকটির ফলাফলে আওয়ামী লীগের আব্দুল মমিন মন্ডল (নৌকা) ৭৭ হাজার ৪২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস (ঈগল) পেয়েছেন ৭৩ হাজার ১৮৩ ভোট।

সিরাজগঞ্জ- ৬ আসনে মোট ১৬০ ভোটকেন্দ্রের মধ্যে সবকটির ফলাফলে আওয়ামী লীগের চয়ন ইসলাম (নৌকা) এক লাখ ২৮ হাজার ৮৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরু (ঈগল) পেয়েছেন ২৫ হাজার ৬৭৬ ভোট।  

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।