ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

নির্বাচন ও ইসি

কমনওয়েলথ নির্বাচনী প্রশিক্ষণ নেবে ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
কমনওয়েলথ নির্বাচনী প্রশিক্ষণ নেবে ইসি

ঢাকা: কমনওয়েলথ নির্বাচনী প্রশিক্ষণ নেবে নির্বাচন কমিশন (ইসি)। পাঁচদিনের প্রশিক্ষণ কর্মসূচিটি অনুষ্ঠিত হবে শ্রীলংকায়।

ইসির মানবসম্পদ ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. মাজহারুল ইসলামের সম্প্রতি জারি করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

এতে বলা হয়েছে, পাঁচদিন ব্যাপী ওই প্রশিক্ষণ কর্মসূচি শ্রীলংকার কলম্বোয় অনুষ্ঠিত হবে। আগামী ৫ থেকে ৯ মে’র ওই কর্মসূচিতে ইসির যুগ্ম সচিব ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবে।

ইসির এই প্রতিনিধিদল আগামী ২ মে থেকে ১১ মে পর্যন্ত দেশটিতে অবস্থান করবে। এতে যাওয়ার আসার উড়োজাহাজ ভাড়া দেবে শ্রীলংকা এবং অন্যান্য ব্যয় বহন করবে কমনওয়েলথ সচিবালয়।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে অতীতেও বিভিন্ন সময় বিভিন্ন দেশ ও সংস্থার প্রশিক্ষণ নেয় নির্বাচন কমিশন। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও সে ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানা গেছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম  নাসির উদ্দিন এরইমধ্যে জানিয়ে দিয়েছেন, তারা নির্বাচনের প্রস্তুতি জোরেশোরে নিচ্ছেন। এক্ষেত্রে আগামী জুনের মধ্যে ভোটের টার্গেট নিয়ে প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।  

ভোটার তালিকা হালনাগাদের কাজ অব্যাহত রয়েছে। সরকার থেকে প্রয়োজনীয় সংস্কারের সিদ্ধান্ত পেলে নির্বাচনী আইন সংশোধনও করার অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
ইইউডি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।