ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বসুন্ধরা কিংস ও শেখ রাসেলের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
বসুন্ধরা কিংস ও শেখ রাসেলের জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে বসুন্ধরা কিংসের জয়রথ চলছেই। আজ মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় লাভ করে ক্লাবটি।

দিনের আরেক ম্যাচে মোহামেডানের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় তুলে নেয় শেখ রাসেল ক্রীড়া চক্র। অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে শেখ জামাল।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শুরুতে পিছিয়ে পড়েছিল কিংস। দশম মিনিটে ল্যান্ড্রি এনডিকুমানা এগিয়ে দেন মুক্তিযোদ্ধাকে। এরপর ৩৫তম মিনিটে কিংসকে সমতায় ফেরান দরিয়েলতন। বিরতির আগে জোড়া গোল পূর্ণ করে এগিয়ে নেন ক্লাবটিকে। বিরতির পর ব্যবধান আরও বাড়ান মতিন মিয়া।  

আরেক ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় মোহামেডানের বিপক্ষে ম্যাচের ৩০তম মিনিটে এগিয়ে যায় শেখ রাসেল। নির্ধারিত সময়ে এগিয়ে থাকা ক্লাবটি যোগ করা সময়ে পায় আরও এক গোল। ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।  

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে শেখ রাসেল। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের পয়েন্ট ১২। ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে শেখ জামাল।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।